উত্তর : যাবে। কেননা শ্রোতার অবস্থা বুঝে বক্তা খুৎবা দিবেন। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বক্তব্যের সময় কখনো এত বেশী রেগে যেতেন যে, তার মুখমন্ডল লাল হয়ে যেত (মুসলিম হা/৮৬৭; মিশকাত হা/১৪০৭)। আবার কখনো এত কোমল ও হৃদয়গ্রাহী ভাষায় বক্তব্য দিতেন যে ছাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে নির্বাক হয়ে যেতেন (তিরমিযী হা/২৬৭৬; মিশকাত হা/১৬৫, নদ ছহীহ)। সুতরাং বক্তব্যকে সুন্দরভাবে উপস্থাপন করা উচিত। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের (সুমিষ্ট) শব্দ দ্বারা কুরআনকে সৌন্দর্যমন্ডিত কর (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/২১৯৯)। নিঃসন্দেহে বক্তব্য হবে স্পষ্ট এবং শ্রোতার জন্য বোধগম্য ভাষায় ও সহজবোধ্য। সেটা কখনও সুরের মাধ্যমে, কখনও সুর ছাড়াই হ’তে পারে।
প্রশ্নকারী : মা‘ছূম, মান্দা, নওগাঁ।