উত্তরঃ
রাসূলুল্লাহ (ছাঃ) মি‘রাজে গিয়ে ফেরার পথে মূসা (আঃ)-এর নিকটে আসেন। তিনি
জিজ্ঞেস করলেন, কি করে আসলে? রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, আমার উপর ৫০ ওয়াক্ত
ছালাত ফরয করা হয়েছে। তিনি বললেন, আমি মানুষ সম্পর্কে তোমার চেয়ে অধিক
জ্ঞাত। আমি বনী ইসরাঈলকে সর্বোচ্চ পরিচর্যার চেষ্টা করেছি। তোমার উম্মত এটা
(পঞ্চাশ ওয়াক্ত ছালাত আদায়ে) সক্ষম হবে না। সুতরাং তুমি আল্লাহর নিকট গিয়ে
কমিয়ে আন। তিনি আল্লাহর নিকট গেলেন এবং কমিয়ে আনলেন। এভাবে ৫ বার
যাওয়া-আসা করে অবশেষে ৫ ওয়াক্ত ছালাত ফরয করা হয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮৬২ ‘মি‘রাজ’ অনুচ্ছেদ)।