উত্তর : ক্বাযা ছালাত আদায় করার সময় সুন্নাত আদায় করতে পারে। কারণ হাদীছে ফজরের ছুটে যাওয়া সুন্নাত পড়ার নির্দেশ দেয়া হয়েছে (ছহীহ তিরমিযী হা/৪২৩)। রাসূল (ছাঃ) যোহরের পূর্বের ছুটে যাওয়া চার রাক‘আতও পরে আদায় করেছেন (ছহীহ তিরমিযী হা/৪২৬)। আর ফরয ছালাতের পরের সুন্নাতের ব্যাপারেও অনুরূপ হাদীছ এসেছে (ছহীহ আবুদাঊদ হা/১২৭৩; বুখারী হা/৪৩৭০)। তবে না পড়লে গোনাহ নেই। কেননা এটি ফরয নয়।