উত্তর :
বাজারের স্বাভাবিক যোগান ও সরবরাহ নীতির মধ্যে থেকে পণ্য ক্রয়-বিক্রয়
জায়েয। এর বাইরে অস্বাভাবিক কিছু করা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা
নাজায়েয। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে মওজুদ করল, সে পাপী’ (মুসলিম হা/৪২০৬; মিশকাত হা/২৮৯২)। বাকী ক্রয়-বিক্রয়ে যদি তাতে যুক্তি যুলুম না থাকে এবং ক্রেতা-বিক্রেতা মূল্য বেশী ধরা হয়, উভয়ে যদি সন্তুষ্ট থাকে, তবে জায়েয হবে (তিরমিযী হা/১২৩১; মিশকাত হা/২৮৬৮)।