উত্তর : হারাম বস্ত্ত দ্বারা চিকিৎসা গ্রহণ করা হারাম। রাসূল (ছাঃ) বলেন, তোমরা হারাম বস্ত্ত দ্বারা চিকিৎসা করো না (ছহীহুল জামে‘ হা/১৭৬২; সিলসিলা ছহীহাহ হা/১৬৩৩)। তবে নিরুপায় অবস্থায় জীবন রক্ষার্থে হারাম বস্ত্ত দ্বারা তৈরীকৃত ঔষধ সেবন করা যেতে পারে (সূরা আন‘আম ১১৯)।
উল্লেখ্য যে ১৯২২ সালে প্রথম ইনসুলিন আবিষ্কার হয়। ১৯৮০ সাল পর্যন্ত
ইনসুলিনের উপাদানসমূহের কিছু অংশ গরু ও শূকরের কোষ থেকে গ্রহণ করা হ’ত।
কিন্তু বর্তমানে জেনেটিক কৌশলের মাধ্যমে ন্যাচারাল ইনসুলিন তৈরী করা হয়।
সুতরাং ইনসুলিনকে ঔষধ হিসাবে ব্যবহারে কোন বাধা নেই।