প্রশ্ন (২২/২২) : ফিৎরার চাউলের মূল্য মসজিদ নির্মাণ কাজে ব্যয় করা যাবে কি?
440 বার পঠিত
উত্তর : যাবে না। কারণ কুরআনে আল্লাহ যাকাতের যে ৮টি খাত উল্লেখ করেছেন মসজিদ তার অন্তর্ভুক্ত নয় (ফাতাওয়া আরকানুল ইসলাম ৪৩১ পৃঃ)। আর যাকাত যেসব স্থানে ব্যয় হয় ফিৎরাও সেখানে ব্যয় হয় (ফিক্বহুস সুন্নাহ ১/৪৭৩)।