উত্তর :
রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমন বাড়াবাড়ি
করেছে খ্রিষ্টানরা মারিয়ামপুত্র ঈসাকে নিয়ে। আমি আল্লাহর বান্দা ও তাঁর
রাসূল। অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তাঁর রাসূল বল’ (বুখারী হা/৩৪৪৫; মিশকাত হা/৪৮৯৭)। রাসূল (ছাঃ)-এর প্রশংসায় তাঁকে ‘নূরের নবী’ বলা সরাসরি কুরআনী আয়াতের (কাহফ ১১০) -এর
স্পষ্ট লংঘন। এতদ্ব্যতীত তাঁর কথিত জন্মদিবস উপলক্ষে মীলাদুন্নবীর
অনুষ্ঠান করা, জশনে জুলূস-এর মিছিল করা এবং অন্যান্য অনুষ্ঠান করা
নিকৃষ্টতম বিদ‘আত মাত্র। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে এসবের কোন
প্রমাণ নেই এবং তাঁরা এসব করার নির্দেশ দেননি। এসবই বাড়াবাড়ি মাত্র। যেজন্য
ইহূদী-নাছারারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, তোমরা ধর্মের
নামে বাড়াবাড়ি করো না। কারণ দ্বীনের মধ্যে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তীদের
ধ্বংস করেছে’ (ইবনু মাজাহ হা/৩০২৯; নাসাঈ হা/৩০৫৭; সিলসিলা ছহীহাহ হা/১২৮৩)।