প্রশ্ন (২৮/৩০৮) : মৃত মুরগীর পেট থেকে ডিম বের করে খাওয়া যাবে কি?
2486 বার পঠিত
উত্তর : ডিম
যদি পূর্ণরূপ ধারণ করে এবং তাযা থাকে, তবে তা খেতে বাধা নেই। আল্লাহ বলেন,
তোমাদের উপর পবিত্র বস্ত্ত হালাল করা হয়েছে এবং সকল খবীছ বস্ত্ত হারাম করা
হয়েছে (আ‘রাফ ১৫৭)। এখানে মৃত্যুর কারণে মুরগী হারাম হলেও তার তাযা ডিম হারাম নয়।