উত্তর : সরাসরি এটি আল্লাহর গুণবাচক নাম হিসাবে হাদীছে না আসলেও রাসূল (ছাঃ) ও তাঁর ছাহাবাগণ এ নামে আল্লাহকে সম্বোধন করেছেন। আব্দুর রহমান ইবনু শিখখীর (রাঃ) বলেন, আমরা বনু ‘আমের প্রতিনিধি দলের সাথে রাসূল (ছাঃ)-এর নিকট গিয়ে বললাম, আপনি আমাদের সাইয়েদ! তখন রাসূল (ছাঃ) বললেন, সাইয়েদ হ’লেন আল্লাহ (আবুদাউদ হা/৪৮০৬; মিশকাত হা/৪৯০০)। খাত্ত্বাবী বলেন, ‘আল্লাহ নেতা’ অর্থ নেতৃত্বের উৎস হ’লেন আল্লাহ। আর সকল সৃষ্টি হ’ল তাঁর দাস (যাদুল মা‘আদ ৩/৫২৭-টীকা)।
যেহেতু এটা সরাসরি গুণবাচক নাম হিসাবে বর্ণিত হয়নি তাই কোন কোন বিদ্বান সাইয়েদী বলে দো‘আ করাকে অপসন্দনীয় বলেছেন। অতএব আল্লাহকে সাইয়েদ না বলে রব বলে দো‘আ করাই উত্তম (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ১/২০৭)।