উত্তর :
তেল ও সুগন্ধি ব্যবহার করা রাসূল (ছাঃ)-এর অভ্যাসগত সুন্নাতের
অন্তর্ভুক্ত। তিনি বলেন, ‘দুনিয়ার মধ্যে আমার কাছে স্ত্রী ও আতরকে প্রিয়
করা হয়েছে’ (আহমাদ হা/১২৩১৫; নাসাঈ হা/৩৯৩৯, ছহীহুল জামে‘ হা/৩১২৪)। আনাস ইবনু মালেক (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর নিকট এক ধরনের মিশ্রিত খোশবু ছিল, যা তিনি সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন (আবূদাউদ হা/৪১৬২; মিশকাত হা/৪৪৪৪; ছহীহুল জামে‘ হা/৪৮৩১)। আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) কখনো সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না (বুখারী হা/২৫৮২; মিশকাত হা/৩০১৭)। অন্যদিকে রাসূল (ছাঃ) নিজে তেল ব্যবহার করতেন এবং অপরকে ব্যবহার করতে বলতেন (মুসলিম হা/২৩৪৪; তিরমিযী হা/১৮৫১; ইবনু মাজাহ হা/৩৩১৯; মিশকাত হা/৪২২১)।