উত্তর : এরূপ
করা সুন্নাত সম্মত নয়। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে এ ব্যাপারে কোন
আমল পাওয়া যায় না। তবে যিনি ইমামতি করবেন, তিনি উপস্থিত জনসাধারণের
উদ্দেশ্যে ঈমান বর্ধক সংক্ষিপ্ত কিছু নছীহত করতে পারেন। যাতে উপস্থিতগণ
মৃত্যুর কথা স্মরণ করেন এবং এজন্য প্রস্ত্ততি গ্রহণ করেন (বুখারী হা/৪৯৪৯; ইবনু মাজাহ হা/৪১৯৫; আবুদাউদ হা/৪৭৫৩; মিশকাত হা/১৬৩০)। এছাড়া মাইয়েতের ঋণের বিষয়ে বলা যেতে পারে, যেহেতু তা গুরুত্বপূর্ণ শারঈ বিষয়।