উত্তর : সরকার কর্তৃক এরূপ সূদ গ্রহণ যুলুমের নামান্তর। এরপরেও তা পরিশোধ না করা সঠিক হয়নি। কারণ যালেম সরকারের ব্যাপারে রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নির্দেশ- ‘তাদের হক তাদের দাও এবং তোমাদের হক আল্লাহর কাছে চাও’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৩৬৭২)। এক্ষেত্রে সরকার গোনাহগার হবে, জনগণ নয় (মুসলিম হা/১৮৪৬, মিশকাত হা/৩৬৭৩)। অতএব বকেয়া সূদ মওকূফের ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে। কোন উপায় না হ’লে যত দ্রুত সম্ভব তা পরিশোধ করতে হবে।