উত্তর : প্রথমত সুন্নাতী তরীকায় ছালাত আদায় করা হয়, এমন মসজিদে ছালাত আদায়ের চেষ্টা করবে, যদিও তা দূরে হয়। আর যদি এমন মসজিদ না পাওয়া যায়, তবে পার্শ্বস্থ মসজিদে গিয়েই জামা‘আতের সাথে ছালাত আদায় করবে, যদি ইমামের বিদ‘আত এমন না হয়, যা তাকে ইসলাম থেকে খারিজ করে দেয় (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৩৫৬)। আর ইমাম যদি কবরপূজারী হয় ও প্রকাশ্য শিরককারী হয়; তবে তার পিছনে ছালাত হবে না। সেক্ষেত্রে বিকল্প মসজিদ না পেলে বাড়িতেই ছালাত আদায় করবে (ফাতাওয়া লাজনা দায়েমা ৭/৩৬৪)।
প্রশ্নকারী : সানিন, চট্টগ্রাম।