অত্যন্ত গতিশীল ও শক্তিশালী ভাষায় লেখা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের ‘সীরাতুর রাসূল (ছাঃ)’। ৮৫৪ পৃষ্ঠার এই সীরাত গ্রন্থটি নবীজীবনের সাবলীল ও বিশুদ্ধ বর্ণনার এক অনবদ্য সংকলন। বাঙালী মুসলমানদের রচিত সীরাত সমূহের মধ্যে এটিই গুণ, মান ও গ্রন্থনার  দিক থেকে সেরা। কুরআনে বর্ণিত পঁচিশজন নবীর জীবনী নিয়ে তাঁর সিরিজ গ্রন্থের শেষ খন্ড হচ্ছে এই রাসূল-চরিত। আগের দুই খন্ডে বর্ণিত হয়েছে চবিবশজন নবীর বিশুদ্ধ জীবনকথা। আলোচ্য গ্রন্থে নবীজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ বর্ণনার পর মানবজাতির জন্য তা থেকে ‘শিক্ষণীয়’ বিষয় সমূহ সন্নিবেশিত হয়েছে।

পাদটীকায় অজস্র সূত্রের উল্লেখ দৃষ্টিকে ক্লান্ত করে না, পাঠেও বিঘ্ন ঘটায় না। পাতার পর পাতা স্বাচ্ছন্দ্যে পড়ে ফেলা যায়। পরিশিষ্টে ‘প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়’ এমন ঘটনাবলীর সারণি গ্রন্থটিকে বৈশিষ্ট্যমন্ডিত করেছে। নবীজীবনে দাওয়াহ ও প্রশিক্ষণ, তাওহীদ ও তাযকিয়া, বিভিন্ন পরিস্থিতিতে তাঁর কর্মকৌশলের সূচারু বর্ণনা কুরআন, ছহীহ হাদীছ ও সীরাতের শ্রেষ্ঠ কিতাব সমূহ থেকে ছেঁকে আনা হয়েছে এই গ্রন্থে। বাংলাভাষী বিদ্বানের এই গ্রন্থটি আরব ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে রচিত যেকোন উঁচুমানের সীরাত গ্রন্থের সাথে এক পংক্তিতে উচ্চারণযোগ্য। সীরাতপ্রেমীদের জন্যে এই অমূল্য গ্রন্থটি অবশ্যপাঠ্য বলে মনে করি।

-জগলুল আসাদ

সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ, সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ।






বিষয়সমূহ: বিবিধ
আরও
আরও
.