মাসিক আত-তাহরীক-এর জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কম্পিউটার অপারেটর আবশ্যক।

যোগ্যতা :

১. ফাযিল/দাওরায়ে হাদীছ পাশ।

২. বাংলা, ইংরেজী ও আরবী দ্রুত ও নির্ভুল কম্পোজ, কারেকশন ও মেকআপে দক্ষতা।

৩. পরহেযগার, সুন্নাতের পাবন্দ, আমানতদার ও দায়িত্বশীল হ’তে হবে।

মাকতাবা শামেলাহ ব্যবহারে দক্ষ প্রার্থী অগ্রাধিকারযোগ্য।

 

আগ্রহী প্রার্থীগণকে সম্পাদক বরাবরে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ই জুন ২০১৭-এর মধ্যে আবেদন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

যোগাযোগ : সম্পাদক, মাসিক আত-তাহরীক, নওদাপাড়া, পোঃ সপুরা, রাজশাহী।

 ফোন : ০৭২১-৮৬১৩৬৫, ০১৭১৬-০৩৪৬২৫।






বাংলাদেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ভাইদের সাহায্যে এগিয়ে আসুন!
দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের আহবান
মাহে রামাযানে কর্মীদের প্রতি (আমীরে জামাআতের আহবান)
সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২০
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২১
হজ্জ যাত্রীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করুন
দৃষ্টি আকর্ষণ
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বইয়ের প্রাপ্তিস্থান
জাতীয় গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২০
কর্মী সম্মেলন ২০১৭
১৪৪২ হিজরীর মাহে রামাযানে কর্মীদের প্রতি (আমীরে জামা‌আতের আহবান)
আরও
আরও
.