উত্তর : রামাযান মাসে ওমরাহ করলে হজ্জের সমান নেকী পাওয়া যায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৫০৯)।
প্রতি বছর ওমরা করা যায়। রাসূল (ছাঃ) বলেছেন, এক ওমরাহ থেকে পরবর্তী
ওমরা-এর মধ্যবর্তী সকল (ছগীরা) গোনাহের জন্য কাফফারা স্বরূপ হয় (বুখারী; মুসলিম; মিশকাত হা/২৫০৮)। ছাহাবীগণের জীবন থেকে বছরে বহুবার ওমরাহ করার প্রমাণ পাওয়া যায় (আওনুল মা‘বূদ)।
তবে নফল হজ্জ ও ওমরাহ না করে উক্ত অর্থ আল্লাহর রাস্তায় প্রচেষ্টাকারীদের
এবং দরিদ্র ও অসহায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও ইয়াতীমদের সাহায্যে
ব্যয় করা অধিক উত্তম (ফাতাওয়া ওছায়মীন, ২১/২৮ পৃঃ; মাজমূ‘ ফাতাওয়া বিন বায ১৬/৩৭১)।