উত্তর : এটি
একটি রোগ। যার জন্য চিকিৎসা গ্রহণ করা জায়েয। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ
তা‘আলা এমন কোন রোগ নাযিল করেননি, যার জন্য আরোগ্য নাযিল করেননি (বুখারী হা/৫৬৭৮, মিশকাত হা/৪৫১৪)।
এছাড়া এ চিকিৎসার মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনা হয় না বা
অস্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করা হয় না। বরং শারীরিক ত্রুটির চিকিৎসা করা হয়
মাত্র। রাসূল (ছাঃ) বলেন, ‘প্রত্যেক রোগের ঔষধ রয়েছে। যখন সেটা পৌঁছে যায়,
তখন সে রোগমুক্ত হয় আল্লাহর হুকুমে (মুসলিম, মিশকাত হা/৪৫১৫)। তিনি বলেন, তোমরা চিকিৎসা করাও। তবে হারাম বস্ত্ত দিয়ে করো না’ (আবুদাঊদ, ছহীহাহ হা/১৬৯৩; মিশকাত হা/৪৫৩৮)।