উত্তর : ইমাম মিম্বরে উঠে মুক্তাদীদের উদ্দেশ্যে সালাম প্রদান করবেন (ইবনু মাজাহ হা/১১০৯; ছহীহাহ হা/২০৭৬; ছহীহুল জামে‘ হা/৪৭৪৫)।
তবে এই সালাম খুৎবার সূচনা নয়। বরং ইমাম দাঁড়িয়ে খুৎবা শুরু করলে সূচনা
হয়। কারণ এ সময়কে খুৎবার সূচনা ধরা হ’লে আযানের জওয়াব দেওয়া যেত না। অথচ
রাসূল (ছাঃ) মিম্বরে বসে নিজেই আযানের জওয়াব দিতেন (বুখারী হা/৯১৪; ইরওয়া ৩/৭৬; নববী, আল-মাজমূ‘ ৪/৫২৭)।