‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাংগঠনিক প্রক্রিয়ায় বক্তব্য, সভা-সম্মেলন, পত্র-পত্রিকা, বইপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া, সমাজকল্যাণ মূলক তৎপরতা প্রভৃতির মাধ্যমে এ বিশুদ্ধ দাওয়াতকে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাথে সাথে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে একদল বিশুদ্ধ আক্বীদা ও আমল সম্পন্ন আল্লাহভীরু মানুষ তৈরী করার লক্ষ্যে শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে এ পর্যন্ত একাধিক মারকায ও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। কিন্তু এ কার্যক্রমকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন একদল ত্যাগী ও নিবেদিতপ্রাণ শিক্ষক-দাঈ ও পর্যাপ্ত আর্থিক সক্ষমতা। যার অভাবে আজও পর্যন্ত আমরা আমাদের স্বপ্নের সর্বোচ্চ বাস্তবায়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি। এক্ষণে আমাদের একান্ত প্রয়োজন :

(১) একদল নিবেদিতপ্রাণ যোগ্য দাঈ ও শিক্ষক। যারা আদর্শ ছাত্র-ছাত্রী গড়ে তোলাকে নিজেদের জন্য পরকালীন পাথেয় হিসাবে গণ্য করেন এবং এজন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্ত্তত থাকেন।

(২) পর্যাপ্ত আর্থিক অনুদান। যার মাধ্যমে আমরা রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলিতে একটি করে বৃহদাকার মারকায এবং প্রত্যন্ত অঞ্চল সমূহ সহ প্রত্যেক যেলায় দাওয়াহ সেন্টার প্রতিষ্ঠা করতে সক্ষম হই। এছাড়া শিক্ষা ক্ষেত্রে শিক্ষক-ছাত্রদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারি এবং ইতিমধ্যে প্রতিষ্ঠিত মারকাযগুলির সর্বোচ্চ উন্নয়ন সাধনে সক্ষম হই।

উপরোক্ত স্বপ্ন পূরণে আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। যিনি চাইলে তাঁর বান্দাদের অন্তরসমূহকে আমাদের দিকে রুজূ করে দিবেন। আল্লাহ আমাদের সহায় হৌন-আমীন!


যোগাযোগের ঠিকানা

দারুল ইমারত আহলেহাদীছ, নওদাপাড়া, রাজশাহী। মোবাইল : ০১৭১৫-০০২৩৮০, ০১৭১১৫৭৮০৫৭।

শিক্ষা কার্যক্রমের একাউন্ট নং

ইসলামিক কমপ্লেক্স, হিসাব নম্বর ০০৭১২২০০০০৩৬৬, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।

দাওয়াহ কার্যক্রমের একাউন্ট নং

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ জেনারেল ফান্ড, হিসাব নম্বর ০০৭১০২০০৮৫২২, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।






তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৪ম বর্ষ), জুন ১৯৬৭-আগষ্ট ১৯৬৮
দৃষ্টি আকর্ষণ
কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ও দেশের গরীব পরিবারগুলির জন্য করোনাকালীন ভাতা বরাদ্দ করুন!
তাবলীগী ইজতেমা ২০২০, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
২ বছর মেয়াদী দাওরায়ে হাদীছ কোর্সে (ভর্তি বিজ্ঞপ্তি)
আল-হেরা মডেল মাদরাসায় ভর্তি চলছে
হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত বই সমূহ ও মাসিক আত-তাহরীক-এর প্রাপ্তিস্থান
দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদ নির্মাণে সহযোগিতার আহবান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
ভর্তি বিজ্ঞপ্তি, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর নওদাপাড়া, রাজশাহীর পরিবর্তিত ভর্তি তারিখ নিম্নরূপ:
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১১ম বর্ষ), ফেব্রুয়ারী ১৯৬৩-জুলাই-আগস্ট ১৯৬৪
আরও
আরও
.