উত্তর : ইসলামী
শরী‘আতে কনের নিরাপত্তা বাবদ টাকা দেওয়ার কোন বিধান নেই। এটি কনে পক্ষ
থেকে বর পক্ষের উপর চাপিয়ে দেয়া যুলুম, যা অবশ্যই বাতিল যোগ্য। ইসলামে
নারীর সম্মান ও নিরাপত্তার জন্যই মোহরানা নির্ধারণ করা হয়েছে, যা পরিশোধ
করা ছেলের জন্য অপরিহার্য। সেই মোহরানার অর্থও স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে
দিয়ে দিতে পারে (নিসা ৪/৪)। অতএব কনের নিরাপত্তার নামে অতিরিক্ত
অর্থ নির্ধারণ করা শরী‘আত বিরোধী কাজ। অনুরূপভাবে এ সময় স্বামীর পক্ষ থেকে
স্ত্রীর অভিভাবকের নিকট থেকে যৌতুক বা কোন অর্থ দাবী করা এবং কামনা করাও
নিষিদ্ধ।