আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী

আসসালা-মু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

সম্মানিত সুধী! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে বিশুদ্ধ আক্বীদা সম্পন্ন একদল দ্বীনদার আলেম ও তাক্বওয়াশীল যোগ্য নাগরিক তৈরীর উদ্দেশ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শিক্ষা বিভাগের অধীনে রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, বাগেরহাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন যেলায় কয়েকটি যুগোপযোগী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ছেলে ও মেয়েদের পৃথক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে উভয়ের জন্য উচ্চ শিক্ষার দুয়ার খুলে দেওয়া এবং তাদেরকে শিরক ও বিদ‘আতমুক্ত সর্বোত্তম ইসলামী নৈতিকতা সম্পন্ন আদর্শ মুসলিম হিসাবে গড়ে তোলাই উক্ত প্রতিষ্ঠানগুলির লক্ষ্য। রাজশাহী মহানগরীর নওদাপাড়া আম চত্বর সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কের দু’পাশে অবস্থিত ‘আল-মারকাযুল ইসলামী আস-সালাফী’ যার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯১

সালে প্রতিষ্ঠার পর থেকেই অত্র প্রতিষ্ঠানটি বিশুদ্ধ দ্বীন শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফলে প্রতিষ্ঠানটি বিশুদ্ধ আক্বীদা সম্পন্ন যোগ্য সমাজ সংস্কারক ও দাঈ তৈরীর মারকায হিসাবে পরিচিত হয়েছে। এছাড়া প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে কিছু শিক্ষার্থী মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোগ লাভ করে। প্রিয় সুধী! আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর বালক ও বালিকা উভয় শাখায় আবাসিক ও অনাবাসিক মিলে হিফয ও কুল্লিয়া (দাওরায়ে হাদীছ) শ্রেণী সহ এবছর অধ্যয়নরত আছে ১ হাযার ৩ শত ছাত্র-ছাত্রী। অত্র মারকায সহ সারা দেশে ইয়াতীম-ইয়াতীমা প্রতিপালিত হচ্ছে তিন শতাধিক। প্রতিজন ইয়াতীমের জন্য মাসিক ব্যয় হয় ৩০০০/- (তিন হাযার টাকা)। ৩০০ ইয়াতীমের বার্ষিক মোট ব্যয় ১ কোটি ৮ লক্ষ টাকা। উভয় শাখার শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবত ব্যয় হয় মাসিক প্রায় ৮ লক্ষ টাকা। অন্যান্য ব্যয় সহ বার্ষিক মোট ব্যয় ১ কোটি ১০ লক্ষ টাকা। উল্লেখ্য যে, মারকাযের বালিকা শাখাটি বালক শাখার অনতিদূরে ৯ বিঘা জমির উপরে স্থাপিত পৃথক ক্যা¤পাসে পরিচালিত হচ্ছে। সেখানে দাওরায়ে হাদীছ পর্যন্ত পাঁচ শতাধিক ছাত্রী অধ্যয়নরত আছে। কিন্তু বর্তমানে সেখানে টিনশেড কক্ষসমূহে প্রায় তিনশ’ আবাসিক ছাত্রী কষ্টকর পরিবেশে অবস্থান করছে। তদুপরি প্রতিবছর বিপুল সংখ্যক ছাত্রী কেবল আবাসন সুবিধার অভাবে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই সেখানে স্থায়ীভাবে বৃহত্তর পরিসরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার জন্য ইতিমধ্যে ‘মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়েছে। যা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। আল্লাহর রহমত হ’লে চলতি বছর থেকেই উক্ত ক্যাপাসে ভবন নির্মাণের কাজ শুরু হবে। অতএব দানশীল ভাই-বোনদের প্রতি আমাদের বিনীত আবেদন, নেকী অর্জনের অনন্য মাস রামাযানে অত্র প্রতিষ্ঠানের প্রতি আপনাদের দানের হাত বাড়িয়ে দিন এবং ছাদাক্বায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন! যাকাত-ফিৎরা, ছাদাক্বা ও এককালীন দান সরাসরি রশিদের মাধ্যমে অথবা নিম্নোক্ত ব্যাংক হিসাব ও বিকাশ/ডাচ বাংলা নম্বর সমূহের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করুন! আল্লাহ আমাদের সকলকে তাঁর দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন- আমীন।

অনুদান প্রেরণের হিসাব সমূহ :

১. দাওয়াহ কার্যক্রমের জন্য : 
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ জেনারেল ফাণ্ড 
হিসাব নং ০০৭১০২০০৮৫২২,
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
বিকাশ নং- ০১৭১১-৫৭৮০৫৭
২. দুস্থ ও ইয়াতীম প্রকল্পের জন্য : 
পথের আলো ফাউণ্ডেশন ইয়াতীম প্রকল্প
হিসাব নং ০১৫১২২০০০২৭৬১, 
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্পোরেট শাখা, মতিঝিল, ঢাকা।
বিকাশ নং- ০১৭৯৯-৬০৯৮২৯
৩. শিক্ষা কার্যক্রমের জন্য : 
ইসলামিক কমপ্লেক্স, হিসাব নং ০০৭১২২০০০০৩৬৬, 
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
বিকাশ নং- ০১৭৯৬-৩৮১৫৪২
৪. প্রকাশনা কার্যক্রমের জন্য : 
হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ, হিসাব নং ২০৫০১১৩০২০০৩৮৫২১১,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা।
বিকাশ নং- ০১৭৭০-৮০০৯০০

৫. মসজিদ নির্মাণ কার্যক্রমের জন্য :
ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফাণ্ড
হিসাব নং ০০৭১২২০০০০৫৮২
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
৬. ত্রাণ বিতরণের জন্য :
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ তহবিল
হিসাব নং- ০০৭১১২০০৫৪৩৪০.
আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।


 মহিলা সালাফিইয়াহ মাদরাসার বর্তমান অবস্থা

মহিলা সালাফিইয়াহ মাদরাসার ভবিষ্যত মাস্টারপ্লান














আরও
আরও
.