উত্তর :
যাবে। রাফে‘ ইবনে খাদীজ (রাঃ) বলেন, আমার দুই চাচা নবী করীম (ছাঃ)-এর যুগে
জমি বর্গা দিতেন এভাবে যে, নালার পাশে যে শস্য হবে তা তাদের অথবা জমির
মালিক শস্য নেয়ার জন্য কিছু কিছু জমি নির্দিষ্ট করে দিতেন। অতঃপর নবী করীম
(ছাঃ) এরূপ করতে নিষেধ করলেন। হানযালা (রাঃ) বলেন, আমি রাফে ইবনে খাদীজ
(রাঃ)-কে বললাম, স্বর্ণমুদ্রা ও রোপ্যমুদ্রার বিনিময়ে জমির ভাড়া দেয়া যাবে
কি? তিনি বললেন, এতে কোন আপত্তি নেই (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৯৭৪)।