উত্তর : রাসূল (ছাঃ) কখনো আল্লাহকে দেখেননি। বরং তাঁর ‘নূর’ দেখেছেন (মুসলিম, মিশকাত হা/৫৬৫৯)।
আয়েশা (রাঃ) বলেন, ...যে ব্যক্তি বলে যে, মুহাম্মাদ (ছাঃ) স্বীয়
পালনকর্তাকে দেখেছেন সে মিথ্যা বলে। অতঃপর তিনি দেখতে না পারার প্রমাণে
দলীল পেশ করে বলেন, ‘কোন চোখ তাঁকে দেখতে পারে না। বরং তিনি সকল চোখকে
দেখতে পান (আন‘আম ১০৩)। তারপর পাঠ করলেন, অহীর মাধ্যমে বা পর্দার আড়াল থেকে ব্যতীত আল্লাহর সাথে কথা বলা কোন মানুষের পক্ষে সম্ভব নয় (শূরা ৫১; মুসলিম হা/১৭৭, তিরমিযী হা/৩০৬৮)। রাসূল (ছাঃ) স্বপ্নে আল্লাহকে সোনার জুতা পরিহিত অবস্থায় দেখেছেন মর্মে বর্ণিত হাদীছটি মওযূ‘ বা জাল (যঈফাহ হা/৬৩৭১)।