সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা!  আসসালামু আলায়কুম ওয়া রহমাতুল্লাহ

কুসংস্কারাচ্ছন্ন এই সমাজে দ্বীনে হকের প্রচার ও প্রসারে আমাদের বার্ষিক ‘তাবলীগী ইজতেমা’র গুরুত্ব অপরিসীম। পূর্ব নির্ধারিত বিষয় সমূহের উপর দলীল ভিত্তিক আলোচনা শ্রোতাদের মনে গভীরভাবে রেখাপাত করে। ফলে হাযার হাযার মানুষ প্রতিনিয়ত বিশুদ্ধ দ্বীনের পথে ফিরে আসছে। ১৯৮০ সালে সংগঠনের উদ্যোগে ঢাকায় আয়োজিত প্রথম জাতীয় সম্মেলনের পর ১৯৯১ সাল থেকে বিগত ৩০ বছর যাবত এই ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অনুষ্ঠিত হয়ে আসছে। অথচ বর্তমানে একটির স্থলে পাঁচটি প্যান্ডেল করেও স্থান সংকুলান হচ্ছেনা। এমতাবস্থায় এবারের তাবলীগী ইজতেমার শেষ দিনে মুহতারাম আমীরে জামা‘আত আগামী বছর নিজস্ব ময়দানে তাবলীগী ইজতেমা করার জন্য ৫০ থেকে ১০০ একর জমি ক্রয়ের ঘোষণা দেন এবং সাথে সাথে তিনি নিজে সহ বহু আগ্রহী ভাই নগদ অর্থ ও প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য যে, প্রস্তাবিত ইজতেমা ময়দানে বিশুদ্ধ দ্বীন শিক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসাবে ১৯৯৪ সাল থেকে আমীরে জামা‘আতের স্বপ্নের দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র সহ প্রয়োজনীয় অন্যান্য প্রতিষ্ঠান সমূহ থাকবে ইনশাআল্লাহ। যা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। অতএব দানশীল ভাই-বোনদেরকে উক্ত বিশাল প্রকল্প বাস্তবায়নে উদার হস্তে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। উল্লেখ্য, প্রতি কাঠা জমির মূল্য সম্ভাব্য ১০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ইজতেমা ময়দানে প্রতিজনের বসার স্থানের সম্ভাব্য মূল্য ২৫০০/- (আড়াই হাযার) টাকা। আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!

Untitled Document

টাকা প্রেরণের হিসাব
তাবলীগী ইজতেমা ফান্ড
একাউন্ট নং ০০৭১২২০০০০৭১৭
আল-আরাফা ইসলামী ব্যাংক, রাজশাহী শাখা।
বিকাশ ও নগদ নং ০১৭৯৭৯০০১২৩;
রকেট নং ০১৭৯৭৯০০১২৩০


 সেক্রেটারী জেনারেল
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
দারুল ইমারত আহলেহাদীছ
নওদাপাড়া, রাজশাহী।






ডা. মুহাম্মাদ তাওহীদুল ইসলাম (মিলন)
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১৫ বর্ষ), সেপ্টেম্বর ১৯৬৮-অক্টোবর ১৯৬৯
তাবলীগী ইজতেমা ময়দান ও দারুলহাদীছ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয় প্রকল্পে দান করুন!
ডা. তামান্না তাসনীম
সদ্য আগত রোহিঙ্গা ভাই-বোনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম ২০১৭ - আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৭ম বর্ষ), ডিসেম্বর ১৯৫৬-মার্চ ১৯৫৮
দৃষ্টি আকর্ষণ
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর অধিভুক্ত প্রতিষ্ঠান সালমান ফারেসী (রাঃ) মাদরাসায় ভর্তি চলছে
দাখিল পরবর্তী ২ বছর মেয়াদী ছানাবিয়া কোর্সে ভর্তি চলছে
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মহিলা মাদ্রাসায় ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ৩য় বর্ষ), ডিসেম্বর ১৯৫১-সেপ্টেম্বর ১৯৫২
আরও
আরও
.