উত্তর : উক্ত মর্মে বর্ণিত আছারটি ছহীহ (ছহীহুত তারগীব হা/৩৪৯; মাজমা‘উয যাওয়ায়েদ হা/২১১৯)। তবে এটি ছিল তাঁর ব্যক্তিগত ইজতিহাদ। যা কোন কারণবশতঃ হয়ে থাকবে। কেননা রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিয়ো না। আর যখন তারা বাইরে বের হবে, তখন অবশ্যই যেন সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকে’ (বুখারী হা/৯০০; মুসলিম হা/৪৪২; ছহীহুল জামে‘ হা/৭৪৫৭; ইবনু কাছীর ৬/৪০৯; ইবনু হাজার, ফাৎহুল বারী ২/৩৪৯)।
প্রশ্নকারী : রোকনুয্যামান, আজিজুল হক কলেজ, বগুড়া।